বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led05রাজনীতি

সাংবাদিকদের ওপর হামলায় ছাত্র ফেডারেশনের নিন্দা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর কথিত এক বিএনপি নেতার নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটি অবিলম্বে হামলাকারী ও এর পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন এই হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, “গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা একটি দলের নামধারী নেতার নেতৃত্বে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলা প্রমাণ করে, সমাজে সন্ত্রাস ও নৈরাজ্যের বীজ কতটা গভীরে প্রবেশ করেছে। এটি সরাসরি স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর আক্রমণ। আমরা এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হামলার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।”

তারা আরও বলেন, সাংবাদিকরা যখন একটি জমি দখলের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েছিলেন, তখন তাদের ওপর হামলা করা হয়। এই ঘটনা শুধু সাংবাদিকদের নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিকেও আঘাত করেছে। ছাত্র ফেডারেশন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করবে না।

নেতৃবৃন্দ দ্রুত আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

RSS
Follow by Email