সাংবাদিকদের ওপর হামলায় মাসুদুজ্জামানের নিন্দা ‘অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই’
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান মাসুদ ফতুল্লায় সাংবাদিকদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় গভীর নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি, আর সেই স্বাধীনতাকে দমন করার যে কোনো প্রয়াস জাতির জন্য অশনিসংকেত।”
তিনি দৃঢ়ভাবে মত প্রকাশ করেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই—অপরাধী মানেই অপরাধী। সাংবাদিকরা সত্য প্রকাশের অগ্রদূত; তাদের ওপর আক্রমণ মানে সত্য ও ন্যায়ের ওপর আক্রমণ। যারা কলম থামাতে চায়, তারা আসলে নিজেদের অন্যায় ও দুর্নীতি লুকাতে চায়।”
মাসুদুজ্জামান মাসুদ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তার দাবি—অপরাধে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা প্রমাণ করছে, দেশে স্বাধীন চিন্তা ও মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি।
সাংবাদিক সমাজের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি নারায়ণগঞ্জের সাংবাদিক ভাই-বোনদের পাশে আছি এবং থাকব। আপনাদের কলমের শক্তিই অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম থামানো যাবে না।
তিনি সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনকে স্বাধীন সাংবাদিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
