সাংবাদিকতার প্রফেশনটায় নন-প্রফেশনাল লোক দিয়ে ভরে গেছে: আবু সাউদ মাসুদ
লাইভ নারায়ণগঞ্জ: সাংবাদিকদের বিভক্তি এবং পেশাগত ক্ষেত্রে অপেশাদারদের ভিড় নিয়ে কঠোর মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। একইসঙ্গে তিনি সরাসরি অভিযোগ করেন যে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণ হলো— জাতীয় নেতৃত্ব সেই রক্তের ওপর দাঁড়িয়ে সুবিধা নিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার শতাধিক সাংবাদিক ৩৯ দফা দাবিতে এতে যোগ দেন।
আবু সাউদ মাসুদ বলেন, “আমরা একাধিক ভাগে বিভক্ত এবং আমাদের এই প্রফেশনটায় নন-প্রফেশনাল লোক দিয়ে ভরে গেছে।”
সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “সাগর, রুনির রক্তের উপরে দাঁড়িয়ে তৎকালীন সময়ে অনেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন, অনেক কিছুই হয়েছেন আর এই কারণেই সাগর রুনি হত্যার বিচার এখও হয়নি আর হবে কিনা সেটাও বুঝতে পারছিনা।”
তিনি প্রশ্ন তোলেন, “২০১২ সালের ফেব্রুয়ারিতে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এখনও অমীমাংসিত। ১৩ বছর ধরে বারবার সময় নেওয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। একটি রাষ্ট্রে সাংবাদিকেরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে?”
সমাবেশে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ৩৯ দফা দাবি উত্থাপন করা হয়।
বক্তারা বলেন, নবম ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ মালিক তা বাস্তবায়ন করছেন না। তারা হুঁশিয়ারি দেন, “মাঠে মাঠে আমরা ঝুঁকি নিই, গুলি-লাঠির সামনে দাঁড়াই, কিন্তু মাস শেষে ন্যায্য বেতন পাই না।”
সমাবেশে উপস্থিত ছিলেন: সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম মাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার এম আর কামাল, সাংবাদিক নাহিদ আজাদ, নিউ নেশন এর সাব এডিটর এ.আর ফররুখ আহমাদ (খসরু), নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ (শাওন), দৈনিক শীতলক্ষার সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার চীফ রিপোর্টার সাব্বির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব মিয়া, দৈনিক পূর্বাভাস পত্রিকার যুগ্ম আহবায়ক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ পত্রিকার মোখলেছুর রহমান তোতা, বাংলাদেশের প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, নয়া দিগন্ত পত্রিকার ফতুল্লার প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, মানব জমিনের ফতুল্লা প্রতিনিধি আবু সাঈদ পাটুয়ারী রাসেল এবং শরিফুল ইসলাম আরজু প্রমুখ।
