মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
Led02পরিবহনসদর

সহিংসতার আতঙ্কে যাত্রী কম বাস কাউন্টারে, চালু হয়নি ট্রেন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যাত্রীদের মধ্যে এখনো কাটেনি দেশে ঘটে যাওয়া সহিংসতার আতঙ্ক। শনিবার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে বিষয়টি জানা গেছে।

আর তাই, আতঙ্ক নিয়েই নিজ গন্তব্যে যেতে হচ্ছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে।

অন্যদিকে, এখনো চালু হয়নি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল। তাই প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করা মানুষদের বাধ্য হয়ে অন্য বিভিন্ন মাধ্যমে নিজ গন্তব্যে পৌছাতে হচ্ছে।

বন্ধন বাস কাউন্টারের ম্যানেজার জানান, যাত্রী অনেকটাই কম। মানুষ এখনো আতঙ্কে আছে। তাই আমাদের গাড়িও আগে থেকে কম চলছে।

বাস চালকরা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। পরে কি হয় বলতে পারি না। আতঙ্ক তো আমাদের মধ্যে আছেই। কারণ কখন কি হয়ে যায় সেটা তো বলতে পারি না।

৬বছরের শিশু অনন্যাকে নিয়ে বাস কাউন্টারে বসে আছেন তার ফুপি আফরোজা বেগম। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আন্দোলনে আমার ভাই গুরুতর আহত হয়েছে। সে ঢাকার একটি হাসপাতালে ভর্তি, অবস্থা খুবই খারাপ। তাকে দেখতেই ঢাকা যাচ্ছি। চোট্ট শিশুকে নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা যাচ্ছি। জানিনা কখন কি হয়। সরকারের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।

ট্রেন চালু না হওয়ার বিষয়ে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার কামরুল ইসলাম খান লাইভ নারায়ণগঞ্জকে জানান, এখনো ট্রেন চালু হয়নি। কবে চালু হবে তা আমরা বলতে পারছি না।

এদিকে, বেলা সারে ১১টার দিকে শিক্ষার্থীরা চাষাঢ়া চত্বরে অবস্থান নিলে, বন্ধ হয়ে পরে যান চলাচল।

RSS
Follow by Email