বুধবার, মে ২৮, ২০২৫
Led03রূপগঞ্জ

সহযোগিতা পেলে পুরো জেলাকে সবুজে রূপান্তর করা সম্ভব হবে: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, রূপগঞ্জ একটি শিল্পনগরী হওয়ায় ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, জমি দখল ও পরিবেশ দূষণের মতো ঘটনা প্রায়ই ঘটে। এসব সমস্যা সমাধানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে সবুজে রূপান্তরিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। এসময় বৃক্ষরোপণ ও সড়ক উদ্বোধনের পর এক বক্তব্যে এ কথা বলেন ডিসি জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেস উদ্দিন প্রমুখ।

RSS
Follow by Email