সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
Led04ফতুল্লা

সস্তাপুরে দুই বাড়ির মধ্যে আটকে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দুই বাড়ির মাঝে আটকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে এসে আটকে ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি।

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ফতুল্লা মডেল থানা পুলিশের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম চালন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন একটি বহুতল ভবন ও মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে পড়ে আটকে যান যুবক বয়সী ওই ব্যক্তি। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর ধারণা, চুরি করার উদ্দেশ্যে হাবিবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে টিনশেড সেমিপাকা ঘরের দেয়াল আংশিক ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

RSS
Follow by Email