বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
Led02রাজনীতি

সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে: নজরুল ইসলাম আজাদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন,দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে, যা জনগণ আর মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন বছর আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। যারা সংস্কারের কথা বলছেন, তাদের উচিত তারেক রহমানের দেওয়া সংস্কার পরিকল্পনা পড়ে দেখা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মেট্রোহল এলাকায় জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নজরুল ইসলাম আজাদ বলেন, আজকের সমাবেশ একটি মহাসমাবেশে রূপ নিয়েছে। চাষাঢ়া, খানপুরের সব রাস্তা ব্লকড হয়ে গেছে। এর অর্থ, আমরা আজকের এই সমাবেশকে জনতার মহাসমাবেশে পরিণত করেছি।

তিনি আরও বলেন, দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার চায়, যেখানে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে। তিনি সরকারের প্রতি নির্বাচনের রূপরেখা ঘোষণার আহ্বান জানান এবং বলেন, “আপনাদের মান-সম্মান থাকতে থাকতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা দিন।”

নজরুল ইসলাম আজাদ বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল এই দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের চূড়ান্ত ধাপ। ‘শুধু দুই মাসের আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়নি, বরং ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরশাসনের অবসান হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email