শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

সরকার ডেঙ্গু মোকাবেলায় চরম ব্যর্থ: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, সরকার ডেঙ্গু মোকাবেলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা প্রস্তুত থাকুন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান এক দফার ডাক দিয়েছে। আমরা তারেক রহমানের ডাকে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা প্রমান করতে চাই; আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক জিয়ার সৈনিক।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। ডেঙ্গু মোকাবেলায় সরকারের চরম ব্যর্থতার দাবীতে এবং ডেঙ্গু সচেতনতায় সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহামেদ আযম খান।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email