সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
রাজনীতি

সরকার আমাদের দমাতে পারবে না, আন্দোলন চালিয়ে যাবো: সাগর প্রধান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বলেছেন, ‘সরকার নিপীড়ন-নির্যাতন করে আমাদের দমাতে পারবে না। হামলা-মামলা যতই করা হোক আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো। বর্তমানে এই আন্দোলন শুধু বিএনপির না এটি বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনে রূপ নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এখন এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে।’

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে এক প্রতিক্রিয়ায় সাগর প্রধান এসব কথা বলেন। এর আগে, দুপুর ১২টার দিকে জামিনে মুক্তি পান তিনি।

তিনি বলেন, ‘যে দেশে প্রধান বিচারপতির নিরাপত্তা নেই, সে দেশে বিরোধী দলের কি নিরাপত্তা থাকবে। মানুষ আজ এই সরকারের কারনে অশান্তিতে রয়েছে। শহর থেকে মানুষ গ্রামের দিকে ছুটে যাচ্ছে। কারণ শহরে তারা আর থাকতে পারছে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে সারগর প্রধান বলেন, ‘আপনারা চিন্তা করবেন না। এখন এই আন্দোলন শুধু বিএনপিকেই চালিয়ে যেতে হবে এমনটা কিন্তু না। এখন এই আন্দোলন দেশের জনগন চালাচ্ছে। আপনারা ধৈর্য ধরে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকুন, দেখবেন বিজয় আমাদেরই হবে।’

RSS
Follow by Email