রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়েসদরস্বাস্থ্য

সরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসা হবে বিনামূল্যে ও আলাদা ইউনিটে

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে ও সেবা সুনিশ্চিত করতে হাসপাতালে আলাদা বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠক হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। ছাত্র-জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর, উপপরিচালক তানভীর আহমেদ চৌধুরী ও মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সহকারী পরিচালক মো. আশরাফুল আলম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

বৈঠকে আহত ছাত্র-জনতার চিকিৎসা সুনিশ্চিত করতে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করাসহ কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়। তারা বলেন, আহত ছাত্র-জনতা নানাভাবে আহত হয়েছেন এবং তাঁদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে। তাই তাঁদের অস্ত্রোপচার–পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে। এ কারণে স্পেশালাইজড বিভাগে চিকিৎসক নার্স এবং রোগীর বৈধ প্রতিনিধি ছাড়া অন্য কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব ইউনিটে সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক সার্বক্ষণিক নজরদারি করবেন। স্পেশালাইজড ইউনিটগুলোতে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধি পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এটি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অতি জরুরি।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। একই দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনা মূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে।’

RSS
Follow by Email