সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র নেতা আটক, মুচলেকায় ছাড়
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। পরবর্তীতে তাকে আটক করা হলে, মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি৷ বুধবার (১২ মার্চ) দুপুরে ফতুল্লা থানার পাগলা আলীগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে৷
অভিযুক্ত ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস৷ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব৷
পরিবেশ দূষণ রোধে পাগলায় উন্মুক্ত স্থানে ইট-বালু-সিমেন্ট ব্যবসা বন্ধে ওই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোরমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন৷
এ ম্যাজিস্ট্রেট বলেন, পাগলা ও আলীগঞ্জের আশেপাশের এলাকার বায়ুমান খুবই খারাপ৷ পরিবেশ দূষণ রোধে এ এলাকায় ইট-বালু-সিমেন্ট বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়৷ অভিযান চলাকালীন কয়েক ব্যবসায়ীকে জরিমানা করা হয়৷ এক পর্যায়ে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতা উপস্থিত হন৷ তিনি আমাদের পরিচয় জানতে চান৷ পরিচয় পাবার পরও তিনি অভিযানে বাধা সৃষ্টি করেন৷ আশেপাশে তার পক্ষে আরও লোকজন জড়ো হলে ফতুল্লা থানা পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে হেফাজতে নিয়ে যায়৷ পিয়াস নামে ওই ছাত্রনেতাকে মূলত একজন ব্যবসায়ী ফোন দিয়ে আনেন৷ ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন বলে জানান আব্দুল্লাহ আল মামুন৷
এদিকে, অভিযোগ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম পিয়াস গণমাধ্যমকে বলেন, আমার এক বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে যান পরিবেশ অধিদপ্তরের লোকজন৷ আমাকে বন্ধু ফোন দিলে সেখানে গিয়ে তাদের কেবল পরিচয় জানতে চেয়েছিলাম৷ কারণ, অনেক জায়গাতেই ভুয়া পরিচয়ে অনেকে অপরাধ করছে৷ কিন্তু পরিবেশ অধিদপ্তরের লোকজন আমার সাথে খারাপ ব্যবহার করে৷ তখন এলাকাবাসী সবাই চলে আসেন৷ আমিও পরিস্থিতি বিবেচনায় আর কথা বাড়াইনি, থানায় যাই৷ থানায় আমার বিরুদ্ধে সরকারি কাজে বাধার মামলা দিতে চান তারা৷ পরে মুচলেকা দিয়ে থানা থেকে চলে আসি৷