শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led02রাজনীতি

সমাবেশ সফল করতে জেলা বিএনপির মতবিনিময় সভা

লাইভ নারায়ণগঞ্জ: নতুন কমিটি আসার পর প্রথম বড় আয়োজনে সমাবেশ করতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। আসছে ২৫শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা করেছেন দলটির নেতৃবৃন্দ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ) বিকল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেণ্টারে, জেলার আওতাধীন থানা, উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই মত বিনিময় সভা করেন। এ সময় জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ আহায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ন-আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ন-আহবায়ক শরীফ আহমদ টুটুল, নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা মহিলা দলের সভানত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি সহিদুল ইসলাম টিটুসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email