বুধবার, আগস্ট ১৩, ২০২৫
Led05রাজনীতি

সমাজ সংস্কারে আলেমদের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবের: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: বিপ্লবোত্তর দেশ গঠনে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

মাওলানা আব্দুল জব্বার বলেন, সামাজিক কর্মকাণ্ড ও সমাজ সংস্কারে আলেমদের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবের, যা ভুলে গেলে চলবে না। তিনি আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিপ্লবোত্তর দেশ গঠনে আলেমদের এগিয়ে আসতে হবে।”

সিদ্ধিরগঞ্জ (দক্ষিণ সাংগঠনিক থানা) ৭ নম্বর ওয়ার্ডের ওলামা-মাশায়েখদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিল আহম্মাদ, নায়েবে আমীর আবদুল গফুর মোল্লা, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেয মাওলানা কাওছার আলম চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মামুন অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক মোশারেফ হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম সমাজ।

RSS
Follow by Email