শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
রাজনীতি

সমাজের নেতৃত্ব স্থানে সৎ যোগ্য ব্যক্তিকে বসাতে হবে: মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। তিনি এই সভা থেকে দেশ থেকে মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাস দূর করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ পূর্ব থানার ১৩ নং ওয়ার্ডের আল্লামা ইকবাল রোড মসজিদ থেকে শুরু করে ধোপা পট্টি, মসজিদ গলি, হাজী ব্রাদার্স গলি সহ আশেপাশের এলাকায় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “দেশকে সুন্দর সমৃদ্ধ গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে, নৈতিক শিক্ষার প্রভাব বিস্তার করতে হবে। সমাজের নেতৃত্ব স্থানে সৎ যোগ্য ব্যক্তিকে বসাতে হবে।”

তিনি বিশ্বাস করেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমেই আগামী দিনে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। তিনি প্রতিশ্রুতি দেন, আল্লাহ তায়ালা তৌফিক দিলে তিনি জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।

গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারি সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবিবুর রহমান মল্লিক, সেক্রেটারি হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email