বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02অর্থনীতি

সমস্যা সমাধান করতে হলে ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে: সালমান এফ রহমান

লাইভ নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে এসেছেন, যেভাবে দেশের ইকোনমি বেড়েছে সেই সাথে তাল মিলিয়ে কাজ করেছে এফবিসিসিআই৷ জাতীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী প্রায় ৫ ঘন্টা সময় দিয়েছেন৷ কোন দেশের প্রধানমন্ত্রী ৫ ঘন্টা ব্যবসায়ীদের সাথে সময় দেন না৷ তার মানে উনিও বিশ্বাস করেন অর্থনীতির চালিকাশক্তি আসলে ব্যবসায়ীরা৷ ব্যবসায়ীরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷

শুক্রবার (২১ জুলাই) রাতে ফতুল্লা শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের ‘প্যানেল পরিচিতি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমাদের অর্থনীতি খুবই ভালো ছিল৷ কিন্তু কোভিডের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকার কাজ করছে, অনেকগুলো সমাধান হয়েছে, অনেকগুলো সমাধানের পথে। কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা না বলে সরকার সব সমস্যা সমাধান করতে পারবে না৷ সমস্যার সমাধান করতে হলে ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে৷

বিদ্যমান পরিস্থিতিতে এবারের এফবিসিসিআই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলটিকে সমর্থন দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিজের স্বার্থে এ প্যানেলকে ভোট দেওয়া উচিত৷

বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, এফসিসিসিআই’র সভাপতি ও ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল প্রধান মাহাবুব আলম, এফবিসিসিআই সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদসহ, শমী কায়সার, নাদিয়া বিনতে আমিন, এম এ মোমেন উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email