মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
Led02রাজনীতি

সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করার: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে নারায়ণগঞ্জে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে মঙ্গলবার (২৮ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়।

শহীদ নগর মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গণসংযোগটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় জনগণের হাতে বিএনপির ৩১ দফার লিফলেট তুলে দেওয়া হয় এবং দলের জনবান্ধব কর্মসূচি সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

গণসংযোগে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এই দেশ গঠিত হবে ৩১ দফার ভিত্তিতে— যেই ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, মানুষের কাছে ব্যাখ্যা করছি এর প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের গুরুত্ব। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জনগণের পাশে থাকব, তাদের সমস্যা সমাধানে কাজ করব।”

তিনি ১৮ নং ওয়ার্ডের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং সমস্যার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “এই সামাজিক ব্যাধিগুলো রোধে যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব, যেন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলা যায়।”

মাসুদুজ্জামান মাসুদ গতকাল গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরেন। তারেক রহমানের উক্তি উল্লেখ করে তিনি বলেন, “এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করার।”

তিনি বেগম খালেদা জিয়ার অসীম ত্যাগ তুলে ধরে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।” তারেক রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, অসুস্থতা ভুলে জনগণের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর খান সেন্টু ও মো. আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা এবং কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা।

RSS
Follow by Email