শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led03সোনারগাঁ

সমন্বয়কদের গাড়িতে হামলার অভিযোগে ২জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তবে আসামিরা অপরাধ শিকার করেনি বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ এম এ আবদুল বারী।

আটককৃতরা হলেন- উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। আমামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রবিবার (৮ ডিসেম্বর রাত দুইটার দিকে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। সোমবার বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। সাংগঠনিক কাজে বান্দরবানের লামায় যাওয়ার পথে রবিবার দিবাগত রাত দুইটায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িটি হামলার মুখে পড়ে। ওই গাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রারিম নীরব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী ছিলেন।

RSS
Follow by Email