সবাইকে নিয়ে মাঠে নামবো, চাঁদাবাজ -ছিনতাইকারীদের বিসিকে ঢুকতে দেয়া হবে না: মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) ফতুল্লার শাসনগাঁও এলাকায় অনুষ্ঠিত এ সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এসময় মালিকরা বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা ও সমস্যার কথা উপস্থাপন করেন। সভায় দীর্ঘ সময় শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে ব্যবসায়িরা এক প্রাণবন্ত আলোচনায় মেতে উঠেন।
এসময় বিকেএমইএ’র সভাপতি ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা আবারও সবাইকে নিয়ে মাঠে নামবো। কোন প্রকার চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক সেবনকারী, মাদকের ব্যবসায়ীকে এখানে ঢুকতে দেয়া হবে না। বিসিক শিল্প মালিকদের মধ্যে একতাবদ্ধতা থাকার অভিপ্রায় সেটা জেগেছে। শিল্প মালিক প্রত্যেকের একটা অভিযোগ বিসিক এর মধ্যে এখন কিশোর গ্যাং এবং তাদের দ্বারা শ্রমিকদের টাকা, মোবাইল ফোন হাতিয়ে নেয়। তারা ছিনতাই করতে গিয়ে শ্রমিকদের ছুরিকাঘাত করে। সেই সাথে একটি সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন সময়ে বিসিক এ ঢুকে পরেছে। এগুলোকে প্রতিহত করার জন্য দাবী উঠেছে। আমরা দৃঢ়প্রত্যয় নিয়ে ঘোষণা করেছি প্রত্যেক মালিক রাস্তায় নামবো, সবাই মিলে কিশোর গ্যাং এবং সন্ত্রাসী মূলক কর্মকান্ড প্রতিহত করবে। বিসিককে অতিতে যেভাবে একটা শৃংখলার মধ্যে রেখেছিলাম, সকল প্রকার সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজী মুক্ত রেখেছিলাম। আমরা আবারও সবাইকে নিয়ে মাঠে নামবো কোন প্রকার চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক সেবনকারী, মাদকের ব্যবসায়ীকে এখানে ঢুকতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রান আরএফএল’র মালিক বিসিকে এসে ঘুরে গেছেন। তিনি একটি জায়গায় এতগুলো শিল্প প্রতিষ্ঠান দেখে অনেক খুশি হয়েছেন। তারা এখানে তাদের তৈরী পোশাক কারখানার ইউনিট স্থাপনের কথা জানিয়েছেন। সেই সাথে শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যের একটি বিক্রয় কেন্দ্র চালু করার ইচ্ছা পোষণ করেছেন।
সভায় মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহসভাপতি মোস্তফা কামাল পাশা, আবু তাহের শামীম, সাধারণ সম্পাদক মোরশেদ সারোয়ার সোহেল, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান স্বপন সহ নেতৃবৃন্দ।