রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
Led02রাজনীতি

সন্ত্রাসী-দেশদ্রোহী যে ধর্মেরই হোক, তার বিচার হবে: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে। আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে। এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ম করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশের বিচারবিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এটা মধ্যযুগীয় বরবরতা।

বুধবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালপাড়ায় এক সমাবেশে এই কথা বলেন তিনি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে সাখাওয়াত হোসেন বলেন বলেন, যারা বাংলাদেশে অস্থিরতা তৈরী করতে চায়, তারা জাতির শত্রু। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু। তাদেরকে নির্মূল করতে হবে। যে ইসকন নাম নিয়ে যে নেতা বিভিন্ন বক্তব্য দিয়েছে, হিন্দু ভাইদের বলতে চাই, এই বাংলাদেশ সবার। আমরা এই দেশে সহঅবস্থান করবো। কোন জঙ্গীবাদ, সন্ত্রাসী, দেশদ্রোহীকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। সে মুসলমান হোক, সে খ্রিষ্টান হোক, হিন্দু হোক তার বিচার দেশের প্রচলিত আইনে হবে। এই নারায়ণগঞ্জ আমাদের সবার, নারায়ণগঞ্জে আমরা সুখে শান্তিতে থাকবো। আমরা কোন জঙ্গী, সন্ত্রাসী, কট্টরপন্থী, স্বাধীনতা বিরোধীকে স্থান দিবো না। এই উগ্রবাদী ইস্কনকে ছয়টি দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও তাদেরকে নিষিদ্ধ করা হোক।

তিনি আরও বলেন, আইনজীবীদের কোন দল নাই, মত নাই। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু, খ্রিষ্টান, বৌধ, মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক। একে অপরের উপর কাঁধে কাঁধ রেখে জীবন যাপন করবো। এই দেশকে গড়ে তুলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমরা সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবি জানাই, সকল আইনজীবীদের নিরাপত্তার দাবি জানাই।

RSS
Follow by Email