সন্তানের গুণ বৃদ্ধি করতে সব সময় ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: ‘প্রত্যেকটা মানুষের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। অন্য কেউ বৃদ্ধি করতে পারে না। আমরা মানুষ, আমাদের মূল্য কিভাবে বৃদ্ধি হবে। যার মধ্যে যত বেশি গুণ সম্পৃক্ত করা যাবে, গুণ ঢুকিয়ে দেওয়া যাবে, গুণ যার কাছে বেশি পাওয়া যাবে, তার মূল্য বেশি হবে।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। কমপ্লেক্সে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গিয়াসউদ্দিন বলেন, মানুষের এই মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাদের সব সময় বাচ্চাদের পরামর্শ দিতে হবে এবং তাদের মধ্যে ভালো ভালো গুণগুলো সম্পৃক্ত করতে হবে। যে মিথ্যা কথা বলে, সেটা খারাপ গুণ। আর যে সত্য কথা বলে, সেটা ভালো গুণ। যারা মাতা-পিতাকে সম্মান করে, তাদের গুণ বেড়ে যায়। মাতা-পিতাকে নিয়মিত সালাম করতে হবে । যে সালাম করে, তার গুণ বাড়ে। আপনার সন্তানের ভিতরে যত বেশি গুণ প্রবেশ করাতে পারবেন, আপনার সন্তানের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ফারুক হোসেন রাজু এবং বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এবাদুল হক, এম,এ, হালিম জুয়েল, আবুল হোসেন, শিষির ঘোষ অমর, রাজিব আহম্মেদ, রিফাত হোসেন, ফজলে খোদা সোহেল, আব্দুর রাজ্জাক প্রমুখ।