সন্তানের কোরআন শিক্ষায় গুরুত্ব দিন: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: ‘আল্লাহ তা‘লা জ্বীন ও ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। একমাত্র তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন হল ইবাদতটা কি। আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলায় হল ইবাদত। মহান আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজ করা ইবাদত। কোরআন হাদিস পড়ে, ওলামায় কেরামদের থেকে পরামর্শ নিয়ে দিকনির্দেশনা নিয়ে আমাদের ইবাদত করতে হয়। নামাজ কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে দিতে হয়, রোজা কিভাবে রাখতে হয় এসব কিছুই আমাদের আগে শিখে নিতে হয়। আল্লাহর ইবাদত করতে হলে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। আমাদের শিক্ষা সঠিক হলে ইবাদত সঠিক হবে। আমাদের শিক্ষা সঠিক না হলে ইবাদত সঠিক হবে না। ’
রবিবার (২৯ ডিসেম্বর) ফতুল্লার মধ্য নরসিংপুরে এক মাহফিলে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। মধ্য নরসিংপুর কল্যাণ সংসদ এবং মধ্য নরসিংপুর ফরায়েজী আন্দোলনের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গিয়াসউদ্দিন বলেন, ওয়াজ আরবি শব্দ। এর অর্থ বক্তৃতা। মাহফিল অর্থ সমবেত মানুষের উপস্থিতি। ওয়াজ মাহফিল একসাথে অর্থ বক্তৃতার সভা। আমরা এটাকে বুঝি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সভা। ওয়াজ মাহফিলে অনেক আলেমদের আনা হয়। তারা দ্বিনি জ্ঞান লাভ করে পান্ডিত্য অর্জন করেছেন। তারা মানুষদের ভালাইয়ের জন্য অনেক ভালো কথা বলেন। অনেক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দদের দাওয়াত দেওয়া হয়। আমি মাহফিলে খুব কম কথা বলি। আলেম-মাউলানা সাহেবদের কথা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন।
তিনি বলেন, ইবাদত করা নিয়ে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। আমরা কোনটাকে ফলো করবো। সেটাও যদি আমাদের বুঝতে হয় তার জন্য কোরআন ও হাদিস শিক্ষা অর্জন করতে হবে। কোরআন পড়তে হবে,হাদিস পড়তে হবে। ওলমায়ে কেরামদের থেকে শিখতে হবে। পৃথিবীতে পড়ালেখার যত বই-পুস্তক সৃষ্টি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান মহান স্রষ্টার বাণী পবিত্র আল-কোরআন। তাই প্রত্যেক মুসলমানকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কোরআন শিক্ষার চাইতে স্কুলের শিক্ষা কলেজে শিক্ষাকে বেশি গুরুত্ব দেই। আপনাদের প্রতি আমার অনুরোধ, সন্তানের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কুরআন শিক্ষায়। সন্তানদের জন্য বই-পুস্তক কিনতে অনেক টাকা খরচ করি। আমাদের দেশের পৃথিবীব্যাপী অনেক সুনাম অর্জন করেছেন তাদের পান্ডিত্যের জন্য। তারা আল কুরআনকে বোঝার জন্য বাংলাতে অনুবাদও করেছেন।