শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
Led01Led02Led05জেলাজুড়ে

সদর, বন্দর ও সোনারগাঁও নিয়ে বৃহত্তর হচ্ছে না.গঞ্জ সিটি কর্পোরেশন

লাইভ নারায়ণগঞ্জ: নগরবাসীর সেবার মান বাড়াতে অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) সীমানা বাড়ানোর যুগান্তকারী উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এনসিসির বর্তমান আয়তনের সঙ্গে সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার বিশাল অংশকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ এক বৃহৎ আধুনিক নগরীর রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি দাপ্তরিক চিঠি পাওয়ার পরই সীমানা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন এই প্রস্তাবনায় নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং তার অংশবিশেষ এনসিসির আওতায় আনা হবে।

প্রস্তাবিত নতুন এলাকাগুলো হলো, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর, কশীপুর, এনায়েতনগর, ফতুল্লা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নের একাংশ। বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়ন। সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের একাংশ।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নতুন কিছু এলাকা সিটি কর্পোরেশনের বর্তমান এলাকার সাথে সংযুক্ত করার প্রস্তাবনা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি এসেছে। আমরা এখন সেই অনুযায়ী কাজ করছি।”

দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমান্তবর্তী এলাকাগুলোতে নাগরিক সুবিধার চাপ ক্রমশ বাড়ছিল। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা দীর্ঘ দিন ধরে উন্নত সড়ক, পয়ঃনিষ্কাশন এবং আধুনিক স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্প্রসারণের মাধ্যমে নারায়ণগঞ্জের এই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সুপরিকল্পিত উন্নয়ন সহজ হবে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ সিটি করপোরেশনের আওতায় এসে আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। এই বিশাল কর্মযজ্ঞের পর নারায়ণগঞ্জ একটি বৃহত্তর মহানগরী হিসেবে তার অবস্থান আরও শক্তিশালী করবে। আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রস্তাবনা শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠানো হবে।

RSS
Follow by Email