মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led03সদর

সদর থানায় বিএনপির ৪৫জনের নামে মামলা, গ্রেফতার ৭

লাইভ নারায়ণগঞ্জ: হরতালে শহর জুড়ে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৪৫জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) পুলিশ পুরদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, গতকালের বিভিন্ন নাশকতার ঘটনায় আজ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাতে অনেক সংখ্যাক অজ্ঞাত আসামীও রয়েছে, তবে তাদের সংখ্যা সঠিক বলা যাচ্ছে না। এই মামলায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

RSS
Follow by Email