রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04অর্থনীতিজেলাজুড়েসদর

সতর্কতা আমলে নেয়নি বাজারের ব্যবসায়ীরা, বেশি দামেই হচ্ছে পণ্য বিক্রি

লাইভ নারায়াণগঞ্জ: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বাজার পরিদর্শন করেছে প্রশাসন। গত ১৩ মার্চ নগরীর দ্বিগু বাবুর বাজারে জেলা প্রশাসক মাহমুদুল হক এসে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখেন। এসময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করা সহ নিয়ম মেনে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন। কিন্তু তার এ নির্দেশনা আমলে নেয়নি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) দ্বিগু বাবুর বাজারে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।

বাজারের বিভিন্ন দোকান ঘুরলে দেখা যায়, বেশির ভাগ দোকানে টাঙানো হয় নি পণ্যের নির্ধারিত মূল্য তালিকা। পণ্যের বাড়তি দাম রেখেই ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। ব্যবাসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শাক-সবজিতে ৫-১০ টাকা কম রাখা হলেও মাছ-মাংস, চাল-ডালের মূল্য আগের মতই রয়েছে। তাদের দাবি, চড়া দামে পণ্য কিনতে হয়; তাই ক্রেতাদের কাছে কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।

কাশীপুরের বাসিন্দা আলিফ মাহমুদ বলেন, বাজারে নিত্য-পণ্যের দাম দৈনিক ওঠা-নামা করে। যার ফলে বেশির ভাগ পণ্যেরই দাম জানা থাকে না। অনেক ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা তাদের মন-গড়া দাম চেয়ে ক্রেতাদের দ্বিধায় ফেলেন। এ বিষয়টি সত্যিই খুব খারাপ।

বাজার করতে আসা অন্য এক ক্রেতা জয়ন্ত বলেন, গতকাল বাজারে পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন। সেই সময়ে বাজারের অনেক দোকান বন্ধ করে চলে যায়। আশপাশের দোকানীদের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে চলে যান। আজকে সেই পালিয়ে যাওয়া দোকানিরাই বেশি দামে পণ্য বিক্রি করছেন। বলতে গেলে, তারা প্রশাসনকে ড্যাম কেয়ার আচরণ দেখাচ্ছে।

RSS
Follow by Email