বুধবার, অক্টোবর ৮, ২০২৫
Led04অর্থনীতি

সড়ক সংস্কার দাবিতে এনসিসি প্রশাসককে হোসিয়ারি সমিতির স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় অবস্থিত নয়ামাটি ও উকিলপাড়া হোসিয়ারি পল্লীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, সড়কবাতি স্থাপন এবং ভাঙ্গা স্লাব মেরামতের দাবিতে এনসিসি প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হোসিয়ারি সমিতি। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সমিতির নেতৃবৃন্দ এনসিসি-এর নবাগত প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর হাতে এই স্মারকলিপি তুলে দেন। একই সঙ্গে সমিতির পক্ষ থেকে নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু নয়ামাটি ও উকিলপাড়া হোসিয়ারি পল্লীর সড়ক সংস্কার, সড়কবাতি স্থাপন এবং রাস্তার মাঝের ভাঙ্গা স্লাব সংস্কারসহ কয়েকদফা দাবি তুলে ধরেন। তিনি প্রশাসককে হোসিয়ারি পল্লী পরিদর্শনেরও আহ্বান জানান।

দাবিগুলো মনোযোগ দিয়ে শোনার পর এনসিসি প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ হোসিয়ারি শিল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ হোসিয়ারি সারাবিশ্বে দেশের সুনাম অর্জন করেছে। আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম তখন সেখান থেকে আমি আমার দেশের এই হোসিয়ারির মালামাল কিনেছি ও সুনাম শুনেছি। গেঞ্জি, আন্ডারওয়্যার সহ সকল মালামাল এখানে উন্নতমানের। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।”

উপস্থিত ছিলেন যারা
স্মারকলিপি প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুর সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন ও দুলাল মল্লিক।

এছাড়াও পরিচালকবৃন্দের মধ্যে ছিলেন আব্দুল হাই, মিজানুর রহমান, পাড়ভেজ মল্লিক, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার। এসোসিয়েট গ্রুপের পক্ষে সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ, এবং বিথি হোসিয়ারীর মালিক বিল্লাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email