বুধবার, মে ২১, ২০২৫
রাজনীতি

সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: ছাত্র ফ্রন্ট

লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে বিদায়ী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় চাষাঢ়া ডাকবাংলো মিলনায়তনে এইচ.এস.সি ব্যাচ ২৫-এর শিক্ষার্থীদের এক বিদায়ী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজেন অনুষ্টানে এক বক্তব্যে এ দাবি জানায় নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কদম রসুল কলেজের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্ন। এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার, কদম রসুল কলেজের সাবেক শিক্ষার্থী ইফতি আহাম্মেদ জিহাদ এবং শিক্ষার্থী নিলয় আহাম্মেদ, ফাহিমা আক্তার, নিহাদ আহাম্মদ, আসিফ আহাম্মেদ, তাইফা ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষাকে পণ্যে পরিণত করার ধারাবাহিক প্রক্রিয়া বন্ধ করে শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম ২৫% বরাদ্দ দিতে হবে, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ করতে হবে।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

RSS
Follow by Email