বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
Led04সোনারগাঁ

সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট, চিকিৎসাধীন পরিবহন শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি আহত হলে হাসপাতালে নেওয়া হয়।

নিহত যুবকের নাম হাবিবুর রহমান হবি (৩২)। তিনি সোনারগাঁও উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শবর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

RSS
Follow by Email