বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
রাজনীতি

সংবাদ সম্মেলনে থানা বিএনপি’র একাংশ “আ. লীগ প্রতিষ্ঠা করার মিশনে এড. বারী ভূঁইয়া”

ফতুল্লা করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার অভিযোগ করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। বুধবার (২১ মে) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন এবং বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি আক্তার-সুমনকে বাঁচানোর পায়তারা করছেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া।

সংবাদ সম্মেলন আয়োজক নেতাদের দাবি, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পাঁয়তারা করছে আওয়ামী সন্ত্রাসী আক্তারের হয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জহির উদ্দিন। জহির উদ্দিন এবং আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বারী ভূঁইয়া থানা পুলিশকে চাপ প্রয়োগ করছেন, যা তিনি গণমাধ্যমের কাছে স্বীকারও করেছেন।

অন্যদিকে, শামীম ওসমানের শ্যালক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর ব্যবসায়িক অংশীদার, আওয়ামী সন্ত্রাসী আক্তার মঙ্গলবার লাইভে এসে বলেন, “আমি আমার প্রতিনিধি জহির উদ্দিনকে থানায় পাঠিয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি।” এই বক্তব্যে বারী ভূঁইয়ার আক্তার-সুমনকে বাঁচানোর প্রচেষ্টার প্রমাণ পাওয়া যায় বলে অভিযোগকারী নেতারা দাবি করেন।

বিএনপি নেতাদের অভিযোগ, শামীম ওসমান বিদেশ বসে অ্যাডভোকেট বারী ভূঁইয়াকে দিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাদের চাপে রাখার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের ফতুল্লায় প্রতিষ্ঠিত করতে বারী ভূঁইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন।

তাঁদের দাবি, আক্তার-সুমনের সন্ত্রাসী বাহিনী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যার চেষ্টা করেছে। গডফাদার শামীম ওসমানের সঙ্গে আঁতাত করে আওয়ামী সন্ত্রাসীদের হয়ে বিএনপির একটি অংশ বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী প্রমুখ।

RSS
Follow by Email