রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led02আদালত

সংবাদ প্রকাশের পর দ্বিগুবাবুর বাজারে অভিযান, পলিথিন জব্দ-জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: পলিথিন ব্যাগের ব্যবহার রোধে নগরীর দ্বিগুবাবুর বাজারে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (৩ নভেম্বর) ওই অভিযানে ৩ দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা ও ২৯০ কেজি পলিথিন জব্দ করা হয়।

জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মেসার্স এলভি ট্রেডার্সকে ২৪০ কেজি পলিথিন রাখায় ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স ফাতেমা স্টোরকে ২১ কেজি পলিথিন রাখায় ৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স সেহান স্টোরকে ২৯ কেজি পলিথিন রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় পলিথিনগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ ও ব্যাবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email