বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05জেলাজুড়ে

সংঘর্ষে জড়িতদের তালিকা করা হচ্ছে: জেলা আনসার কমান্ড্যান্ট

লাইভ নারায়ণগঞ্জ: চাকরি জাতীয়করণের একদফা দাবিতে সচিবালয় অবরুদ্ধ ও ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত নারায়ণগঞ্জের জেলায় কর্মরত আনসার সদস্যদের তালিকা করা হচ্ছে। এ তালিকা সদর দপ্তরে পাঠানো হবে বলে লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার।

তিনি বলেন, সচিবালয় অবরুদ্ধ ও সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেটার প্রেক্ষিতে নারায়ণগঞ্জসহ সকল জেলায় জড়িত আনসার সদস্যদের তালিকা তৈরি করার জন্য সদর দপ্তর নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ি তালিকা তৈরি করছি। পরবর্তীতে এ ঘটনায় জড়িতদের শাস্তিস্বরূপ কি আদেশ দেওয়া হবে সেটা সদর দপ্তর নির্ধারণ করবে।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের একদফা দাবিতে সচিবালয় অবরুদ্ধ করেছিলো আনসার সদস্যরা। এক পর্যায় গত ১৫ আগস্ট রাতে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অর্ধ-শতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন চিকিৎসাধীন ছিলেন।

RSS
Follow by Email