বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
রাজনীতি

‘সংখ্যালঘু’ বলা জিয়াউর রহমান পছন্দ করতেন না: সাবেক এমপি আবুল কালাম

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের ‘সংখ্যালঘু’ বলে সম্বোধন না করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি প্রথমে বলদেব জিউর আখড়া মন্দিরে উপস্থিত হন। এরপর তিনি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে গিয়ে পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি ১৩নং ওয়ার্ডের আমলাপাড়া পূজামণ্ডপ এবং ১৪নং ওয়ার্ডের সব পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন।

পূজামণ্ডপে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তবে সনাতন ধর্মাবলম্বীদেরকে ‘সংখ্যালঘু’ বলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন না। এমনকি তার পরিবারের কেউও এটি বলা পছন্দ করেন না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিজ ধর্ম ও উৎসব স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। সংখ্যালঘু বলে কাউকে হেয় করা ঠিক নয়, কারণ তারাও এই দেশের নাগরিক। উৎসবমুখর পরিবেশে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সাবেক কোষাধ্যক্ষ সোলাইমান, সাবেক সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, সুজন মাহমুদ, শহীদ হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরে আফসার শাওন, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী দর্পণ প্রধানসহ আরও অনেকে।

RSS
Follow by Email