বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led02রাজনীতি

সংখ্যালঘু বলতে সংবিধানে কিছু নেই, আমরাও বিশ্বাস করি না: এড. সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের মধ্যকার দলাদলির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এই আহ্বান জানান।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা বুঝতে পারি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিছুটা দলাদলি আছে। সেই দলাদলির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই উৎসবটা আপনাদের, আমরা আপনাদের সাথে শরিক হচ্ছি।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু বলতে বাংলাদেশের সংবিধানে কিছু নেই, আমরাও বিশ্বাস করি না। আপনারাও বিশ্বাস করবেন না। আমরা আপনাদের সাথে আছি।”

তিনি বলেন, লক্ষী নারায়ণের বিষয়টি পূজা শুরু হওয়ার আগেই সমাধান করা প্রয়োজন। তিনি আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জে যারা রাজনীতি করি, সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বিদ্যমান। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব।”

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনও সভায় উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email