মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05আড়াইহাজারআদালতজেলাজুড়ে

শ্লীলতাহানির অভিযোগে যুবককে অর্থ ও কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে কিশোরী (১৭) কে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীনিবাসদী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ডাদেশ প্রদান করেন।

আসামি নাম কাজল। সে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের সব্দর আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, অপরাধী রাস্তায় একা পেয়ে অশালীন কথা বলাসহ শ্লীলতাহানির চেষ্টা করে কিশোরীকে। এসময় অভিযান পরিচালনা করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধ স্বীকার করলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

RSS
Follow by Email