রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
সদর

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রাপ্ত সাদামের সাথে এনসিসির প্রশাসকের সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সারাদেশের স্বেচ্ছাসেবকগনের মধ্য থেকে নারায়ণগঞ্জের মোঃ সাদাম হোসেন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় এ উপলক্ষে সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সাথে সম্মাননাপ্রাপ্ত আরবান কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম এবং বিগত বছরের স্বেচ্ছাসেবক সম্মাননাপ্রাপ্ত ২০২০ সনের মোঃ আল আমিন (রবিন), ২০২১ সালের কাজী মাহবুব আলম (জয়), ২০২২ সালের মোঃ শাহাদাত হোসেন (সিমন)।

এসময় এনসিসির প্রশাসক সম্মাননাপ্রাপ্ত ভলান্টিয়ারদের বিগত দিনের কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে প্রশংসা করেন এবং নতুন স্বেচ্ছাসেবক তৈরী এবং তাদের আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

সাবেক কাউন্সিলার অসিত বরণ বিশ্বাস বলেন, জেলার আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের অগ্নিকান্ডসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক কার্যক্রমে প্রসংশার দাবি রাখে। এমতাবস্থায় আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের দুর্যোগ মুহুর্তে সিটি কর্পোরেশনের তত্বাবধানে একটি স্বেচ্ছাসেবক টিম গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন

RSS
Follow by Email