শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led05রাজনীতি

শ্রম আদালতে নিযুক্ত হওয়ায় আব্দুল মোমিন ও আব্দুল মান্নান শুভেচ্ছা প্রদান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শ্রম আদালতে সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অফিসে এ শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন।

বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এর প্রদত্ত ক্ষমতাবলে সম্মানিত শ্রমিক প্রতিনিধি হিসেবে নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হওয়ায় উভয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক জনাব নুরুল আমিন, সহকারী অঞ্চল পরিচালক জনাব এস এম শাজাহান, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক সহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email