সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04অর্থনীতি

শ্রমিক মালিকে আস্থা তৈরীতে ফকির এ্যাপারেলসে ‘অংশগ্রহণকারী কমিটি নির্বাচন’

লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিক মালিকের মধ্যে পারস্পারিক আস্থা, বিশ্বাস, সমঝোতা ও সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো লক্ষ্যে, নারায়ণগঞ্জে পোশাক প্রস্ততকারী শিল্প প্রতিষ্ঠান‘ফকির এ্যাপারেলস্ লিঃ’এ অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী কমিটি নির্বাচন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফতুল্লা শিল্প নগরী বিসিকে ফকির এ্যাপারেলস্ গার্মেন্টসে সকাল ৮টা থেকে শুরু হয়ে ওই নির্বাচন বিকার ৪টা পর্যন্ত চলবে । উৎসব মূখর এই নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কোম্পানির সিইও বখতিয়ার উদ্দিন আহমেদ।

জানা যায়, অংশগ্রহণকারী কমিটি নির্বাচনের মাধ্যমে শ্রমিক আইন প্রয়োগ নিশ্চিত করা, শৃঙ্খলাবোধ উৎসাহিত করা, নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব রক্ষা, কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণ ব্যবস্থা করা। এই নির্বাচনে ১৫টি পদের ৩৬ জনের মধ্যে ৪জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১টি আসনে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটর ৯ হাজার ২৪জন।

এদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, ৪নং আসন থেকে সিনিয়র ব্যান্ডেলিং ম্যান মো. আল আমিন তালুকদার, ৫নং আসন থেকে অপারেটর মাসুদ, ৮নং আসন থেকে জুনিয়র অপারেটর মোসা. এলিজা খাতুন, ১৩নং আসন থেকে পলিম্যান রুবিনা। এছাড়া প্রতিদ্বন্দ্বীতা করে ১নং আসন থেকে পেয়ারা মার্কায় সিনিয়র অপারেটর মো. হাফিজুল রহমান, ২নং আসন থেকে সিলিং ফ্যান মার্কায় সিনিয়র অপারেটর মো. লিটন হোসাইন, ৩নং আসন থেকে রেসপ্কেটরী মাস্ক মার্কা সহকারী অপারেটর মোসা. নার্গিস পারভীন সরকার, ৬নং আসন থেকে ফায়ার ডোর মার্কায় কোয়ালিটি ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন, ৭নং আসন থেকে আঙ্গুর ফল মার্কায় জুনিয়র অপারেটর আহসান মিয়া, ৯নং আসন থেকে সাকার মেশিন মার্কায় অপারেচর মোসা. সোনিয়া খাতুন, ১০ নং আসন থেকে জামবুরা মার্কায় জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর মোসা. আখি খানম, ১১নং আসন থেকে লিচু মার্কায় জুনিয়র অপারেচর মোসা. সাথী আক্তার, ১২নং আসন থেকে সেলাই মেশিন মার্কায় রিব অপারেরচর মো. রাসেল মিয়া, ১৪নং আসন থেকে লক কাটার মার্কায় পলিম্যান সুমাইয়া আক্তার ও ১৫নং আসন থেকে টেলিভিশন মার্কায় লোডার মো. বাবুল নির্বাচিত হয়েছেন।

 

ভোটাররা জানায়, জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে শৃঙ্খলা থাকতো না, কিন্তু এখানে সেটা আছে। এখানে সুষ্ঠ ভাবে ভোট দিচ্ছে। জাতীয় নির্বাচনেও ভোট এতো শান্তি পাইনি এখানে যেমন পাচ্ছি। যোগ্য পার্থী হিসেবে একজনকে নির্বাচন করবো যে, আমাদের হয়ে কাজ করবে। আমাদের সমস্যা গুলোতে আমাদের প্রতিনিধি হয়ে সমাধান করবে।

প্রার্থীরা জানায়, সকাল থেকে সুষ্ঠভাবে ভোট হচ্ছে। আশা করি জয় লাভ করবো। আমরা ভোটে জয়যুক্ত হয়ে শ্রমিকদের জন্য কিছু করতে চাই। তাদের সমস্যায় যাতে থাকতে পারি।

পুলিং অফিসার ও ফকির এ্যাপারেলস্ লিঃ সিনিয়ল অফিসার নুজাত রশীদ জানান, ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহন চলছে। সিইও স্যার কেন্দ্র ভিজিট করেছেন। স্বতস্ফুর্তভাবে সবাই ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোন সমস্যার সম্মুখীন হইনি। এভাবেই আমাদের নির্বাচন সম্পন্ন হবে।

ফকির এ্যাপারেলস্ লিঃ এর সিইও বখতিয়ার উদ্দিন আহমেদ জানান, প্রতি ২ বছর পর পর পার্টিসিপেটিং কমিটি সিলেকশন ইলেকশন হয়। খুব সুন্দর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ১৫টি পদে ৩৬জন নির্বাচন করছে। প্রোডাকশন চলছে পাশাপাশি ভোট চলছে। এই নির্বাচন মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক তৈরী করে।

RSS
Follow by Email