শ্রমিক অধিকারের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ও আমির সাংগঠনিক
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, নারায়ণগঞ্জ জেলার এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে মো. ফারুক হোসেনকে সভাপতি, মো. জহিরুল ইসলাম হাজীকে সাধারণ সম্পাদক এবং মো. আমির হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরান এই কমিটির অনুমোদন দেন। শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং জেলার শ্রমিক স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফারুক হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. জহিরুল ইসলাম। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. আরিফ খান, মো. সোলাইমান, মো. নুরুজ্জামান, মো. রফিকুল ইসলাম রফিক এবং মো. শাহজাহান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. জহিরুল ইসলাম হাজী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রনি, মো. এমদাদুল হাওলাদার, মো. আব্বাস হাওলাদার, মো. ইউসুফ মৃধা, মো. নাজির উদ্দিন এবং মো. হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আমির হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. সোহেল রানা, মো. বাদল, মো. আব্দুল করিম, রাসেল মৃধা, মো. রবিউল এবং মো. আরিফ হাওলাদার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ তরুণ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরমান, সহ-দপ্তর সম্পাদক মো. বদু মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোতালেব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক চানমিয়া মাঝি এবং নারী বিষয়ক সম্পাদক মোছা. খুশিদা। সহ-নারী বিষয় সম্পাদক পদে আছেন মোছা. মরজিনা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোছা. আমেনা, মোছা. শাহিনুর, মো. হালিম, মো. শাকিল, মো. মুন্না, দীপংকর চন্দ্র বালা, মো. রাকিব, মো. বাদল হোসেন, মো. হেলাল এবং মো. রাশেদ।
নতুন কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।