শ্রমিকের পেটে ভাত নাই, তা নিয়ে কারও মাথাব্যাথা নেই: শ্রমিক জাগরণ মঞ্চ
লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা, আবাসন সংকট নিরসনের দাবিতে সমাবেশ করেছে শ্রমিক জাগরণ মঞ্চ। রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জাহাঙ্গীর আলম গোলক ঢাকামুখী লংমার্চের সূচনা করেন।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম আব্দুস সবুর, পরিবহন শ্রমিক নেতা সবুজ মিয়া, ছাত্র জাগরণ মঞ্চের নেত্রী রাজিয়া রিয়া প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক বক্তব্যে বলেন, আমাদের স্বাধীনতা এখনো পূর্ণ হয়নি। মুক্তি তো আরো পরের কথা অর্থনীতি পঙ্গু ও আবদ্ধ সংস্কৃতি আগ্রাসন কবলিত। সার্বিকভাবে ভবিষ্যৎ বেশ অন্ধকারাচ্ছন্ন বৈষম্যের পরীক্ষা গভীর ও প্রশস্ত হচ্ছে। শ্রমিকদের বেতনে বৈষম্য রাত আর দিন ন্যূনতম মজুরি দিয়ে এখন তিন মন চাল ডাল পাওয়া যায় না। আর পাকিস্তান আমলে ৬ মন চাল পাওয়া যেত তাহলে দেশ কি এখন স্বাধীন ?
বক্তব্যে তিনি আরও বলেন, শ্রমিকদের হেলথ কার্ড নাই, রেসন নাই, শ্রমিক সন্তানদের জন্য পড়াশোনার কোনো ব্যবস্থা নাই, যাদের কাছে টাকা নাই তাদের কিছুই নাই। সংস্কারপন্থীরা সংস্কার চায়, নির্বাচন পন্থীরা নির্বাচন চান, কিন্তু শ্রমিকের পেটে ভাত নাই তা এসপি- ডিসি বা উপদেষ্টা কারোই কোন মাথা ব্যাথা নেই। তারা বহাল তবিয়তে বেতন নিচ্ছে। অবকাশে বিদেশ সফর করছে। বাংলাদেশ রাষ্ট্র কাদের পক্ষে থাকবে সেটাও তাদের জানা নেই। আমরা শ্রমিকের পক্ষে রাষ্ট্র চাই, শ্রমিকের সকল মৌলিক অধিকার চাই। সারাদেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে আমরা শ্রমিক রাষ্ট্র পরিণত করতে চাই। সারাদেশ থেকে ঢাকা মুখী শ্রমিকের লং মার্চ সফল করার জন্য সকলকে আহবান জানান শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।