রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led02অর্থনীতি

শ্রমিকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে ক্রোনী সোয়েটারের লে-অফ ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: বিশ্ব বাজারে অর্থনৈতিক সংকটের কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে ক্রোনী টেক্স সোয়েটার লি. এর কার্যক্রম। রোববার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রশাসন ও কম্পলায়েন্স এর মহা-ব্যবস্থাপক (মানবসম্পদ) ইনতিসার আখন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ পুরো বিশ্ব অর্থনৈতিক সংকট ও পোশাকের জন্য অর্ডার কমে যাওয়ায় ক্রোনী টেক্স কোম্পানির সোয়েটার বিভাগের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায়, কারখানায় অর্ডার না থাকায় ও মালিকের নিয়ন্ত্রন বহির্ভূত হওয়ার কারণে এবং নতুন কাজের অর্ডার না আসা পর্যন্ত, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২(৮) অনুযায়ী কারখানার সোয়েটার বিভাগ আগামী ৭ ফেব্রুয়ারী, ২০২৪ সাল পর্যন্ত লে-অফ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কারখানার লে-অফ সময়কালে সকল শ্রমিকদের শ্রম আইন ২০০৬ এ ১৬ ও ১৮ ধারা অনুযায়ী লে-অফ জনিত ক্ষতিপূরণ প্রদান করা হবে।

RSS
Follow by Email