শ্রমজীবী মানুষ ও পথ শিশুদের মুখে হাসি ফোটালো ‘ভালো সেন্ট্রাল’
লাইভ নারায়ণগঞ্জ: কারো হাতে পুতুল, কারো হাতে ব্যাট-বল। ওদের বয়স ৫ থেকে ১৩ বছর। সবাই দরিদ্র পরিবারের সন্তান। যাদের বাবা-মায়ের সাধ্য নেই সন্তানদের ঈদের জামার সাথে খেলনা কিনে দেয়ার। এসব শ্রমজীবী মানুষের সন্তানদের এবার ঈদের আনন্দ বাড়িয়ে দিতে পাশে দাড়িয়েছে ‘ভালো সেন্ট্রাল’। রান্না করা খাবারের প্যাকেটের সাথে প্রতিটি শিশুর হাতে তুলে দেয়া হয়েছে খেলনা।
বুধবার (২৬ মার্চ) দুপুরে নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ভালো সেন্ট্রাল কার্যালয়ে এসব পথ শিশুদের হাতে তুলে দেয়া এসব খেলনা ও খাবারের প্যাকেট। খেলনা পেয়ে বেশ খুশী এসব শিশুরা। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে শিশুরা জানায়, আমরা খুশী এসব খেলনা পেয়ে। ঈদের আগে এসব খেলনা পাবো ভাবতেই পারি নাই।
এদিন বিকেলে ওই এলাকার শ্রমজীবী প্রায় সহস্রাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় রান্না করা খাবার। যাদের হাতে এসব খাবার তুলে দেয়া হয় তারা সবাই ডেইলি লেবার হিসেবে কাজ করে থাকেন। কেউ ৩০০ কেউ বা ৪০০ টাকা হাজিরায় কাজ করেন লোড আনলোডের। এসব শ্রমজীবী মানুষের পক্ষে ঈদ ছাড়া ভালো খাবার খাওয়া হয়ে উঠে না। তাদের কাছে এক বেলা মোরগ পোলাও খাওয়া বিলাসীতা ছাড়া আর কিছুই নয়।
এসব হত দরিদ্র মানুষের পাশে থেকে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করছে ভালো সেন্ট্রাল। শুধু রমজান মাসকে কেন্দ্র করে নয়, বছর জুড়েই শ্রমিক অধ্যুষিত নিতাইগঞ্জ, মন্ডলপাড়া এলাকার শ্রমিকদের মাঝে খাবার বিতরণের এ কর্মসূচি চালিয়ে আসছে সংস্থাটি।
যার নেপথ্যে রয়েছেন আমেরিকা প্রবাসী তরুণ উদ্যোগক্তা শারিয়ার রহমান। আর বাংলাদেশে এটা সমন্বয় করছেন আরেক তরুণ উদ্যোগক্তা তাজুল ইসলাম রাজীব। প্রতিদিন অন্তত ৭০০ থেকে ৮০০ মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন। ভালো সেন্ট্রালের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে ভালো সেন্ট্রালের মুখপাত্র মোখলেসুর রহমান ভুট্টো বলেন, পুরো রমজান মাস জুড়েই আমরা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম। অতিতের মতো ভালো সেন্ট্রাল শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।