মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led05ধর্ম

শ্যামা পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করলেন এসপি

লাইভ নারায়ণগঞ্জ: সার্বজনীন শ্যামা পূজা উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।

সোমবার আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

পুলিশ সুপারকে কাছে পেয়ে শিশু-কিশোররা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত হয়। উদ্বোধনী বক্তব্যে এসপি জসীম উদ্দিন, ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল অনুষ্ঠান জেলা পুলিশ লাইন্স এর মাঠ প্রাঙ্গণ অথবা ড্রিল শেডে আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী শিখন সরকার শিপন, আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রঞ্জিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব কুমার সাহাসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

RSS
Follow by Email