রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
রাজনীতি

শোক দিবসে শামীম ওসমানের নির্দেশে শহর জুড়ে কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহর জুড়ে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার সকাল ১১টা থেকে সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ডের বটতলা এলাকা থেকে শুরু হবে শামীম ওসমানে এ কর্মসূচি।

একাধীক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চলছে ব্যপক প্রস্তুতি। ১৫ আগস্ট সকাল থেকে শুরু হবে এসব কর্মসূচি। শতাধীক স্পটে নানান কর্মসূচির আয়োজন করা হলেও অর্ধশতাধীক স্পটে শামীম ওসমানের উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু তাই নয়, আগস্ট মাস ব্যাপি রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নানা কর্মসূচি।

উল্লেখ্য, শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ অঞ্চলে আওয়ামী লীগের নানা কর্মসূচি পালন করে থাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

RSS
Follow by Email