শেরপুর কারাগার থেকে পলাতক আসামি ফতুল্লায় আটক
লাইভ নারায়ণগঞ্জ: শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫১৮ জন কয়েদির মধ্যে একজন, মো. আরিফুল ইসলাম (৩৬)কে ফতুল্লা থেকে আটক হয়েছে। দীর্ঘ প্রায় এক বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ তাকে তক্কার মাঠ এলাকা থেকে আটক করে। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, আরিফুল ইসলাম শেরপুর জেলার নকলা থানার একটি হত্যা মামলায় (মামলা নং-৩, তারিখ- ০৪/০৭/২০২২) চার্জশিটভুক্ত আসামি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সারাদেশে বিরাজমান পরিস্থিতিতে শেরপুর জেলা কারাগার থেকে যে বিপুল সংখ্যক কয়েদি পালিয়ে গিয়েছিল, আরিফুল ইসলামও তাদেরই একজন। বিকেল ৪টার দিকে তিনি কারাগার থেকে পালিয়ে আত্মগোপন করেন। তার পিতার নাম আলী হোসেন বেপারী এবং তার ঠিকানা শিয়াচর (পূর্ব শিয়াচর লাল খাঁ), হোল্ডিং নং-৭৯, রোড নং-০৩, ওয়ার্ড নং-০৯, নারায়ণগঞ্জ সদর। তার বর্তমান ঠিকানা হিসেবে লামাপাড়া, সস্তাপুর, নারায়ণগঞ্জ সদর উল্লেখ করা হয়েছে।
পলাতক আসামিদের ধরতে জেলা পুলিশের অভিযান অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ জুলাই) ফতুল্লা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব জোয়াদ্দার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করতে সক্ষম হন। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।