বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
Led02রাজনীতি

শেখ হাসিনা ঝগড়ার সুরে কথা বলতেন, তারেক রহমান ভালোবাসেন: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৬নং ওয়ার্ডে দলের কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা’ বাস্তবায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে দেশের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করেন।

অ্যাডভোকেট টিপু বলেন, “শেখ হাসিনা যেভাবে কথা বলতেন, তাতে মনে হতো তিনি যেন দেশের জনগণের সঙ্গে ঝগড়া করছেন। যেভাবে এক কাজের বুয়া রাগ করে কথা বলে, শেখ হাসিনা তেমনি দেশের মানুষের সঙ্গে, প্রশাসন ও আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলতেন।”

অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “জননেতা তারেক রহমান বিদেশে থেকেও দেশের মানুষকে ভালোবাসেন, দেশের কল্যাণে চিন্তা করেন এবং জনগণের জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথ দেখান। তিনি বিশ্বাস করেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একত্রে, কাঁধে কাঁধ মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, অন্যদিকে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

বন্দর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

পরে লিফলেট বিতরণে বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন, যেখানে দোকানদার ও পথচারীদের মাঝে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা, শাহেনশাহ আহম্মেদ এবং নাজমুল হক রানা।

RSS
Follow by Email