মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led01রাজনীতি

শেখ হাসিনা অত্যাচার জুলুম করেছে, আমরা দেশ ছেড়ে যাই নাই: মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ দাবি করেছেন, দীর্ঘ সংগ্রামের পর নেতাকর্মীরা এখন মুক্ত ও স্বাধীন। তিনি মন্তব্য করেছেন, “এই দেশে হাসিনা নাই পালিয়ে গেছে। আমরা এখন বুক ফুলিয়ে চলতে পারি, কথা বলতে পারি।”

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের কষ্টের কথা তুলে ধরে মামুন মাহমুদ বলেন, “আপনাদের দাবি আদায় করতে গিয়ে, ভোটের অধিকার আদায় করতে গিয়ে অনেকেই মামলা খেয়েছে, জেল খেটেছে।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি যেহেতু ১৭ বছর আমাদের নেতাকর্মীরা কষ্ট করেছে, খালেদা জিয়া কষ্ট করেছে। ৬ বছর খালেদা জিয়া জেল খেটেছে। চিকিৎসা পর্যন্ত তাকে করতে দেয় নাই।”

নিজের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমানে তিনি (শেখ হাসিনা) দেশ থেকে পালিয়ে আছেন কিন্তু আমরা পালিয়ে যাই নাই। সে যত অত্যাচার জুলুমই করেছে, আমরা দেশ ছেড়ে যাই নাই। এ ঘর থেকে ওই ঘরে সরে থেকেছি কিন্তু আবারও আপনাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি।” তিনি আরও যোগ করেন, যারা অন্যায় করে, লুটপাট করে, তারাই বার বার পালিয়ে যায়।

আগামী নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা এখন আমাদের মত প্রকাশ করার সুযোগ পাব। সামনে যদি ভালো কোনো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন। যদি ধানের শীষের ভালো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন এটা আমার অনুরোধ।”

আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান মো: লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং এনসিসি ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হেসেনের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: অকিল উদ্দিন ভুঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ওয়াসিম আসলাম।

অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নরুল ইসলাম বাবুল, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জমান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হেসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হেসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ, এবং ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া প্রমুখ।

RSS
Follow by Email