শেখ হাসিনার সাথে রুদ্ধদ্বার বৈঠকে না.গঞ্জের ৩০ নেতা-কর্মী
লাইভ নারায়ণগঞ্জ: নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে সারাদেশের মতো নারায়ণগঞ্জ থেকে অংশ নিয়েছে ৩০ জন নেতা-কর্মী অংশ নেন।
এর মধ্যে অংশ নেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
গণভবনে আয়োজিত ওই বৈঠক রোববার (০৬ আগস্ট) সকাল থেকে শুরু হয়। চলে বিকাল পর্যন্ত।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন দলের নানা সমস্যা নিয়ে। প্রধানমন্ত্রী দেন বিভিন্ন দিক নির্দেশনা।
জানা গেছে, প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত দলাদলি, মারামারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অগোছালো আওয়ামী লীগকে ঘুছিয়ে তোলার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা চলে। তৃণমূল নেতারা দলের কোন্দল ও রেষারেষির কারণসহ বিভিন্ন বিষয় দলীয় প্রধানকে জানান।
সভায় নারায়ণগঞ্জ থেকে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমুখ।
এদিকে, বৈঠকে প্রবেশের আগে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, আমাদের একটাই দরকার, সেটা হচ্ছে দলের ভেতর ঐক্য। তবে বিএনপি-জামায়াত আমাদের একটা উপকার করছে তারা যত বেশি রাস্তায় নামবে, আমাদের ঐক্য আরও বেশি সুদৃঢ় হবে।
তিনি বলেন, একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য করণীয় কী জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিকনির্দেশনা দেবেন।