‘শেখ হাসিনার পলায়ন দিবস’ উপলক্ষে বন্দরে বিএনপির প্রস্তুতি সভা
লাইভ নারায়ণগঞ্জ: বিগত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে ‘শেখ হাসিনার পলায়ন দিবস’ হিসেবে পালন করতে যাচ্ছে বিএনপি। এই উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিজয় মিছিল সফল করার জন্য বন্দর উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আগামী ৫ আগস্ট বন্দর উপজেলায় এবং ৬ আগস্ট ঢাকার নয়াপল্টনে বিএনপির বিজয় মিছিল সফল করতে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তারা আশা প্রকাশ করেন যে বন্দর উপজেলা বিএনপির আওতাধীন পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব কর্মসূচি সফল করবে।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।