শেখ রাসেল পার্ক থেকে মরাদেহ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: নগরীর শেখ রাসেল পার্ক থেকে এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) বিকেলে পার্কে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে এ মরাদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তি হলেন বন্দরের সোনাকান্দা এলাকার বাসিন্দা সোহেল (৪০)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ইনসপেক্টর (তদন্ত) জানায়, সোহেল মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে সারাদিন এদিক ওদিক ঘুড়ে বেড়াতেন। স্থানীয়দের থেকে জানতে পেরেছি সে এখানেরই একটি ভ্যানের উপর শুয়ে থাকতেন। তবে অসুস্থ ছিলেন, শুয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী ও মেয়েরা এসেছে।