শেখ মুজিবুরের নাম হাটিয়ে না.গঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। এটি দেশের ৫৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষিত।
তথ্য সূত্র জানা যায়, ২০২০ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন পায়, যা ২ নভেম্বর জাতীয় সংসদে পাস হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার এখনো জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। তবে ফতুল্লার জালকুড়ি এলাকায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে বিভিন্ন সময় শোনা গিয়েছে।