বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েসদর

শুক্রবার সমমনা’র ৯ম দ্বি-বার্ষিক সম্মেলন

লাইভ নারায়ণগঞ্জ: প’র ৯ম দ্বি-বার্ষিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, গবেষক ও লেখক মাহা মির্জা।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সংগঠনের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। শুক্রবার দুপুর ২টায় পাঠাগার মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্যায়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন গণসংগীত শিল্পী অংশুমান দত্ত ও স্থানীয় শিল্পীবৃন্দ। এই সম্মেলনে আরোও উপস্থিত থাকবেন দেশবরেণ্য বিশিষ্টজন।

RSS
Follow by Email